
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গত দু'মাসে এমন ঘটনা ঘটল দু'বার। মাঝআকাশে এয়ার ইন্ডিয়ার উড়ানে বিপত্তি। বোয়িং ৭৭৭ এয়ারক্র্যাফটের একাধিক টয়লেট জ্যাম হয়ে যাওয়ায় টরন্টো থেকে দিল্লিগামী উড়ানের গতিপথ বদল। ওই বিমানটিকে নামানো হল ফ্রাঙ্কফুর্টে।
এয়ার ইন্ডিয়ার এক অফিসার জানিয়েছেন ঘটনা গত ২ মে-র। বোয়িং ৭৭৭-এর পাঁচটি টয়লেটই জ্যাম হয়ে গিয়েছিল। সেই কারণেই উড়ানের গতিপথ বদলে ফ্রাঙ্কফুর্টে অবতরণ করানো হয়। সাধারণত বোয়িং ৭৭৭ বিমানে ১২টি টয়লেট থাকে।
যদিও এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি। বিমানটিকে ফ্রাঙ্কফুর্টে অবতরণ করা হয়েছে। এছাড়াও ওই বিবৃতিতে বলা হয়েছে যে, অবতরণের কয়েক ঘণ্টা পরেই বিমানটি ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লির দিকে রওনা দেয়। জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার কাছে তার যাত্রী ও বিমান কর্মীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য দেখা বেশি গুরুত্বপূর্ণ।
সূত্রের খবর, টরন্টো থেকে দিল্লিগামী ওই উড়ান ছিল নন স্টপ। টরন্টোর পিয়ার্সন এয়ারপোর্ট থেকে ২ মে সন্ধ্যায় ৬টা ১৪ মিনিটে ছেড়ে পরের দিন, ৩ মে সন্ধ্য়ায় দিল্লি পৌঁছেছিল এয়ার ইন্ডিয়ার উড়ানটি।
এর আগেও এয়ার ইন্ডিয়ার শিকাগো থেকে দিল্লিগামী উড়ান গত মার্চে টেক অফের ১০ ঘণ্টা পরে ফের আমেরিকায় ফিরে এসেছিল টয়লেট জ্যাম হয়ে যাওয়ায়। সেই সময় কর্তৃপক্ষ জানিয়েছিলেন, প্লাস্টিকের ব্যাগ, কাপড়, ডায়াপার আটকে জ্যাম হয়েছিল টয়লেট। ওই উড়ান সংস্থার এক কর্তা জানান, বোয়িং ৭৭৭ উড়ানে তিনটি পৃথক নিকাশি ব্যবস্থা থাকে। কিন্তু একটি বিকল হলেই তার প্রভাব পড়ে সব টয়লেটের উপর।
প্রাক্তন এক পাইলট জানিয়েছেন, টয়লেট জ্যাম হলে বেশি অসুবিধা হয় বয়স্ক ও শিশুদের। পরিস্থিতি সামলে নেওয়ার মতো হলে সাধারণত পাইলটরা অসুবিধার কথা জানিয়ে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেন। কিন্তু বেশির ভাগ টয়লেটই যদি জ্যাম বা বিকল হয়ে যায়, তখন উড়ানের গতিপথ না বদলে কোনও উপায় থাকে না।
এক সময়ের রাজপ্রাসাদ, বর্তমানে দেশের বিলাসবহুল হোটেল, ভারতের এমন ছয়'টি রাজপ্রাসাদ সম্পর্কে জানুন
হিন্দুদের মোক্ষ লাভের ধারণার প্রসঙ্গ উঠে এল ওয়াক্ফ সংশোধনী আইন নিয়ে বিতর্কে, কী বলল সুপ্রিম কোর্ট?
কে যে পশু, বোঝা মুশকিল! অসমে রয়্যাল বেঙ্গল টাইগার পিটিয়ে মেরে দাঁত, চামড়া ছাড়িয়ে নিল জনতা
‘আমার রাশিতে দুই বৌ রয়েছে’, স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে অদ্ভুত সাফাই শিক্ষকের!
জানেন কি ভারতের এই রাজ্যে নেই কোনও নিরক্ষর মানুষ? জেনে নিন কোন রাজ্য
দিল্লিতে দুর্যোগ, ধুলোঝড়-প্রবল শিলাবৃষ্টি, মাঝ আকাশে বিপর্যয়ের মুখে বিমান
২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে
আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন
স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর